ঢাকাবৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

রুমায় বিজিবির উদ্যোগে শীতার্তদের মা‌ঝে কম্বল বিতরণ

admin
জানুয়ারি ৬, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

রুমায় বিজিবির উদ্যোগে শীতার্তদের মা‌ঝে কম্বল বিতরণ

মো. লোকমান হাকিম, রুমা (বান্দরবান): বান্দরবানের রুমা উপজেলায় বসবাসরত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার নেতৃত্বে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

০৬ জানুয়ারি( মঙ্গলবার) রুমা উপজেলার দুগর্ম পাহাড়ি এলাকার বেশ কয়েকটি গ্রামের শীতার্ত ২৫০ পরিবারের মাঝে সাঙ্গু কলেজের মাঠ প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার, অধিনায়ক, রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। এছাড়া ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি, কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

রুমা ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে গরীব ও দুঃস্থদের মাঝে খাবার, ত্রাণসামগ্রী এবং বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় উপজেলার চান্দাপাড়া, পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া, সাইপ্রোপাড়া, জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এবং সদরঘাট এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।

অনুষ্ঠান শেষে বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার বলেন, মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রুমা ব্যাটালিয়ন( ৯ বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।