সাপ্তাহিক টানা ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে পাহাড় কন্যা বান্দরবানে
নিউজ ডেস্ক: শীত মৌসুম ও সাপ্তাহিক টানা ছুটিতে পাহাড় প্রিয়দের ভীড়ে মূখর হয়ে উঠেছে বান্দরবানের সব কয়টি পর্যটন স্পট। শুধু তাই নয় হোটেল মোটেল রিসাের্ট গুলােও কানায় কানায় পরিপূর্ন ।
শীত মৌসুম ও সাপ্তাহিক টানা ছুটিতে পর্যটকের উপচে পড়া ঢল নেমেছ পাহাড় কন্যা বান্দরবানে। চেনা রুপে ফিরেছে পর্যটন নগরী বান্দরবানে সব দর্শনীয় স্থান গুলাে। এই শীত মৌসুম ও সাপ্তাহিক ছুটিতে দেশের বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন নিয়ে অবকাশ যাপনের জন্য পর্যটকরা ছুটে আসে বান্দরবানে। এবারেও ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে এ জেলায়। চাঁদের গাড়ীতে করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছুটে যাচ্ছে পর্যটকরা। কেউ বা যাচ্ছে সুউচ্চ পাহাড় দেখতে কেউ বা যাচ্ছে ঝরনার স্বচ্ছ জলে গা ভাসাতে। জেলার মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, তমাতুঙ্গী, নীলগিরি, দেবতাকুম, কেওক্রাডংসহ সব গুলো পর্যটন কেন্দ্রে এখন পর্যটকের ভিড়।
নগর জীবনের কর্ম ব্যস্ততা ভূলে অবকাশ যাপন প্রকৃতির সৌন্দর্য্য দেখে আমরা মুগ্ধ। ঘুরতে আসা দর্শনার্থীরা জানান এসব কথা।
এদিকে পর্যটকদের ভ্রমন নিরাপদ ও আনন্দদায়ক করতে প্রতিটি স্পট নিরাপত্তা জােরদার করার কথা জানান বান্দরবান ট্যুরিষ্ট পুলিশ, পরিদর্শক মাে: মাহাবুবুর রহমান।
জেলায় প্রত্যক্ষ ও পরােক্ষভাবে ৩০ হাজারের বেশী মানুষ পর্যটন শিল্পের সাথে জড়িত।

