ঢাকাবৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

মানুষের মৌ‌লিক অধিকার তথা কথা বলার স্বাধীনতার প্রতিফলন হয়েছে–  শামা ওবায়েদ।

admin
জানুয়ারি ১০, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

মানুষের মৌ‌লিক অধিকার তথা কথা বলার স্বাধীনতার প্রতিফলন হয়েছে–  শামা ওবায়েদ।

জাহিদ হোসেন, ফরিদপুর: মানুষের কথা বলার যে অধিকার সে অধিকার প্রতিফলন হয়েছে আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ এর মাধ্যমে। বললেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে তি‌নি আরো বলেন, আজকে এখানে যারা উপস্থিত আছেন অনেকেই গত ১৭ বছর তারা নির্যাতিত ছিলেন। অনেকেই কথা বলতে পারেন নাই। মিথ্যা মামলায় নির্যাতিত ছিলেন। ঘরে থাকতে পারেন নাই। এই ১৭ বছর বাংলাদেশের মাটিতে ঠিকমতো নির্বাচন হয় নাই। সেই গণতন্ত্রের ও ভোটাধিকারের জন্য মরহুমা দেশনেত্রী বেগম  খালেদা জিয়া সংগ্রাম করে গেছেন সারা জীবন। সেই গণতন্ত্র ভোটাধিকার কিন্তু আমরা পাই নাই। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মাটিতে যে নির্বাচন হবে; সেই নির্বাচনটি হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। আমার বাবার মৃত্যুর পরে এই সালথা উপজেলার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি এতটুকু কথা দিতে পারি আগামী নির্বাচনে যদি সফল হই ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে পারি, ধানের শীষকে বিজয় লাভ করাতে পারি তাহলে আমরা সবাই মিলে সালথা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে পারি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।