নগরকান্দায় ব্রাক্ষণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃমশিউর মিন্টু
নগরকান্দা ফরিদপুর সংবাদদাতাঃ
আনন্দঘন পরিবেশে ফরিদপুরের নগরকান্দা উপজেলা ব্রাক্ষনণডাঙ্গা উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ব্রাক্ষণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান,
প্রধান অতিথি করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, বিশেষ অতিথি করা হয় থানা অফিসার ইনচার্জ মোঃ সফর আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক,উপজেলা একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্হিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগীতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়। যারা জিততে পারেনি তাদের দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগীতা শেষে ছিল যেমন খুশি তেমন সাজো। এজন্যও পুরস্কারের ব্যবস্থা ছিল।
এছাড়া শিক্ষার্থীদের মনোজ্ঞ ও আড়ম্বর ডিসপ্লে ছিল অত্যন্ত আকর্ষণীয় ও প্রশংসনীয়।
সবশেষে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।