ঢাকারবিবার , ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে তিতাসের লোক দেখানো  অভিযান, ক্ষোভ বৈধ গ্যাস গ্রাহকদের।

admin
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

কালিয়াকৈরে তিতাসের লোক দেখানো

অভিযান, ক্ষোভ বৈধ গ্যাস গ্রাহকদের

কাজী আহসানুল হাবিব,বিশেষ প্রতিনিধি  কালিয়াকৈর, গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী। রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে মাত্র দেড় থেকে ২শ ফুট পাইপ জব্দ করা হয়। বৈধ গ্রাহকদের অভিযোগ, অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি একাধিকবার জানালেও কর্ণপাত করেনি তিতাসের লোকজন। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিতাসের লোক দেখানো এ অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন বৈধ গ্রাহকরা।

এলাকাবাসী, বৈধ গ্রাহক ও তিতাস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা চত্ত্বরের পাশে কালিয়াকৈর পৌরসভার ২নং ওয়ার্ডের লতিপুর এলাকায় গত কয়েকদিন আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সরকারি খাদ্য গুদামের সামনের এলাকায় পৌরসভার রাস্তা রাতের আধারে সড়ক কেটে কয়েকটি বাসায় নতুন করে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়। এলাকাবাসী ও বৈধ গ্রাহকদের  অভিযোগ, তিতাসের চন্দ্রা জোনাল অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় দালালের আঁতাতের মাধ্যমে উৎকোচের বিনিময়ে এসব অবৈধ সংযোগ ও মালামাল রেখে চলে যান তিতাস কর্তৃপক্ষ। অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি একাধিকবার জানালেও কোনো কর্নপাত করেনি তিতাসের চন্দ্রা জোনাল অফিসের লোকজন। এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মদকে জানিয়েছেন এলাকাবাসী। পরে তিনি ওই তিতাসের চন্দ্রা জোনাল অফিসে অবগত করে। ওই কর্মকর্তার তথ্যের ভিত্তিতে রবিবার সকালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে লতিফপুর এলাকায় অভিযান চালায় তিতাস। তিতাসের চন্দ্রা জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফের নেতৃত্বে এ  অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, তিতাসের অত্র অফিসের টেকনিশিয়ান সাইদুল ইসলাম শাকিলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।  অভিযান চালিয়ে মাত্র দেড় থেকে ২শ ফুট অবৈধ গ্যাস পাইপ জব্দ করা হয়। অথচ উক্ত এলাকায় আরো প্রায় কয়েকশত মিটার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। তিতাস অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় দালালদের আঁতাতের মাধ্যমে উৎকোচের বিনিময়ে এসব অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করছেন অবৈধ গ্রাহকরা। দিনব্যাপী ঢিলেঢালা অভিযানে মাত্র একজনের বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাসের লোক দেখানো এ অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন বৈধ গ্রাহকরাও। তবে তারা ওই তিতাসের অসাধু কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় দালালদের বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন।

এব্যাপারে তিতাস কোম্পানীর চন্দ্রা জোনাল গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার তথ্যের ভিত্তিতে এখানে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে প্রায় ২০০ ফুট পাইপ জব্দ করা হয়। পরবর্তীতে অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে যারা জড়িত তারা দুষ্কৃতিকারী উল্লেখ করে তিনি বলেন, তাদেরও আইনের আওতায় আনা হবে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।