বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকান্ডে, ক্ষয়-ক্ষতি প্রায় ৩৫ লক্ষ্য টাকা
মো লোকমান হাকিম বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলা সদরের বালাঘাটা শৈলসভা মাঠসংলগ্ন তাহের সওদাগরের পৈতৃক নিবাসে আজ রাত আনুমানিক ৮:১০ থেকে ৮:২০ এর মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার ভিডিপি, পুলিশ ও স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কার্যকর পদক্ষেপ ও স্থানীয় জনগন ও আনসার ভিডিপির সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বাড়িটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।
বান্দরবান জেলা সদর ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, “অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয় জনগণের সহায়তায় আমরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এই আগুনে ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকা হতে পারে।” “তবে, এই অগ্নিকাণ্ডে কোনো লোক বা মানুষের হতাহতের ঘটনা ঘটেনি হননি।”