বান্দরবানে ফৌজিয়া ইসলামের ৩শ ৪একর জমি জব্দের আদেশ
মো: নজরুল ইসলাম (টিটু), বান্দরবান : সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে বান্দরবানের লামার সরই ইউনিয়নে নেয়া ইজারা ও বায়না দলিলের ৩শ ৪ দশমিক ৫৯ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের পক্ষে উপ-পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বান্দরবানের লামা উপজেলায় ইজারা ও বায়না দলিলমূলে ৫৩টি দলিলের প্রায় ৩শ ৪একর ৫৯ শতক জমি এ আদেশ দেন।
বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, আমি এ সংক্রান্ত এখনো অফিসিয়ালি কোন চিঠি হাতে পাইনি। যদি জব্দ করার কোন কপি হাতে পাই তবে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
এদিকে, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে বান্দরবানের লামার সরই ইউনিয়নে নেয়া ইজারা ও বায়না দলিলের ৩শ ৪ দশমিক ৫৯ একর জমি অবরুদ্ধের আদেশের খবরে সরই এলাকায় মিস্টি বিতরণ করেছেন এলাকার ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার। তাদের দাবি, বেশির ভাগই ক্ষমতা প্রয়োগ করে ভুয়া কাগজ বসিয়ে অসহায় পরিবারের জায়গা জোর পূর্বক দখলে নিয়ে ছিল ফৌজিয়া ইসলাম।