একুশের চ্যালেঞ্জার কাপে
রাঙ্গামাটির কৃতি সন্তান সুদর্শন চাকমা এবং রাজন চাকমার গোল্ড এবং ব্রোঞ্জ পদক অর্জন।
এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
শুক্রবার(২৮ ফেব্রুয়ারি)২০২৫ ইংঃ সকাল ৮:০০ ঘটিকা সময় হতে রাত ১০:০০ ঘটিকা সময় পর্যন্ত
চট্টগ্রামের এলজিডি ভবনে
একুশের চ্যালেঞ্জার কাপ ২০২৫খ্রিঃ অনুষ্ঠিত হয়।
এবারের একুশের চ্যালেঞ্জার কাপে
একই ঘরের দুই’ভাই
সুদর্শন চাকমা (ইন্ডিভিজুয়াল ফাইটে স্বর্ণপদক অর্জন করেন) রাজন চাকমা (ফাইটে স্বর্ণপদক এবং তাম্র পদক অর্জন করে)
রাঙামাটি সদরস্থ উত্তর বিহারপুর এলাকার
পিতা রিগার্ড চাকমা,
মাতা মিতা চাকমা ছেলে
দু’জন।
তারাই দুজনেই বর্তমানে বিকেএসপির ছাত্র।
ইভেন্টে অংশগ্রহণ করেন
৫০০’শ(পাঁচশত) প্রতিযোগী
যেখানে ফাইটিং স্কোর করে রাঙ্গামাটির পক্ষে হয়ে সুনাম বয়ে আনেন দুই কৃতি সন্তান।
তাদের অর্জন
দু’টি গোল্ড এবং একটা ব্রোঞ্জ পদক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।