ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার।
জাহিদ হোসেন মোল্লা।
ব্যুরো প্রধান ফরিদপুর।
ফরিদপুরের সালথায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মাতুব্বর (৪৮) কে আটক করেছে সালথা থানা পুলিশ। আটককৃত সেলিম মাতুব্বর মাঝারদিয়া গ্রামের জিতু মাতুব্বরের ছেলে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সালথা থানা পুলিশের একটি বিশেষ টিম মাঝারদিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা সেলিম মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারি, নারী নির্যাতন ও পুলিশ অ্যাসল্টসহ ১৩টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।